অবিশ্বাসীদের মৃত্যুর সময়ে কাতরতা:
"যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে
পুনরায় (দুনিয়াতে) প্রেরণ করুন। যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি।
কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান
দিবস পর্যন্ত।" (সুরা আল মু'মিনুন: ৯৯-১০০ )
বিশ্বাসীদের জন্য মৃত্যুর সময়ে সুসংবাদ:
"নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে,
তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না
এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন। ইহকালে ও পরকালে আমরা
তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে
তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর।" (সুরা হা-মীম সিজদাহ: ৩০-৩১)