শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
[2] এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
[3] এবং এই নিরাপদ নগরীর।
[4] আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
[5] অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
[7] অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
[8] আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
[2] এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
[3] এবং এই নিরাপদ নগরীর।
[4] আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
[5] অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
[7] অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
[8] আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?